
বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের তলা ফেটে ভাসতে থাকা চার জেলেকে উদ্ধার করে সিঙ্গাপুরগামী একটি বাণিজ্যিক জাহাজ। পরবর্তীতে খবর পেয়ে তাদের কাছ থেকে ওই জেলেদের তীরে এনে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বজনদের কর্তৃক উদ্ধারকৃত ৪ জেলেকে প্রশাসনের মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানিয়েছে,গতকাল বৃহস্পতিবার এমভি রেফলেস প্রগ্রেস নামের সিঙ্গাপুরগামী বাণিজ্যিক জাহাজ থেকে ৪ জেলেকে গ্রহণ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তীরে নিয়ে আসা হয়। পরবর্তীতে শুক্রবার কক্সবাজার ইনানী এলাকায় স্থানীয় প্রশাসনের কাছে আজ হস্তান্তর করেছে নৌ বাহিনীর ‘সমুদ্র জয়’ জাহাজ।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি বাণিজ্যিক জাহাজটি দুর্ঘটনায় কবলিত ভাসমান ৪ জন জেলেকে জাহাজে উদ্ধার করে। পরবর্তীতে মেরিটাইম রেস্কিউ কো অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’ উপকূল থেকে প্রায় ১৩২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্র থেকে ৪ জন জেলেকে গ্রহণ করে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা, খাবার ও অন্যান্য সহযোগিতা শেষে স্বজনদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কক্সবাজার নিয়ে আসে।
গত ৫ কক্সবাজারে ৬নং ঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে মাছ ধরার ট্রলার ‘মা’ সমুদ্রে যায়। পরবর্তী গত ৯ ফেব্রুয়ারি রাতে ট্রলারের তলা ফেটে দুর্ঘটনার কবলে পড়েন জেলেরা। ট্রলারে থাকা ১৬ জনের মধ্যে ১১ জন জেলে সমুদ্রে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী অপর একটি মাছ ধরার ট্রলারে উঠতে সক্ষম হয়। বাকি ৫ জন জেলের মধ্যে ৪ জনকে ভাসমান অবস্থায় বাণিজ্যিক জাহাজের নাবিকরা উদ্ধার করলেও এক জন নিখোঁজ রয়েছেন।
ডিআই/এসকে