আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিধি : সৌদিতে যে কোনো সময় অন্তত ৫০ জনকে শিরশ্ছেদ করা হবে। এরা সকলেই আফ্রিকার ইথিওপিয়া এবং সোমালিয়ার নাগরিক। তাদের সবাই মাদক চোরাচালানের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। সৌদির আদালতে তাদের অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
অভিযুক্তদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, যে কোনো সময় তাদের শিরশ্ছেদ করা শুরু হবে। একজন অবশ্য জানিয়েছেন, এপ্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
আফ্রিকার এসব নাগরিক ইয়েমেন সীমান্তবর্তী নাজরান কারাগারে বন্দি আছেন। বন্দিদের কয়েকজন জানিয়েছেন, তাদেরকয়েক সপ্তাহ আগে জানানো হয়, দ্রুতই তাদের মৃত্যুদণ্ড কার্যকর হবে। আর সৌদিতে সাধারণত শিরশ্ছেদের মাধ্যমে দণ্ড কার্যকরহয়।
নাম গোপন রাখার শর্তে এক বন্দি জানিয়েছে, “তারা আমাদের শেষ বিদায় জানাতে বলেছে। আমাদের বলা হয়, ঈদুল আজহারপর দণ্ড কার্যকর শুরু হবে। যা এখন শুরু হয়ে গেছে।
সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এসব দণ্ডিত ব্যক্তির একটি তালিকা হাতে পেয়েছে। যারমধ্যে ৪৩ জন ইথিওপিয়ার আর ১৩ জনসোমালিয়ার নাগরিক। যারমধ্যে ছয়জনকে গত ছয়মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আবার অনেকে দীর্ঘদিন ধরে আটকে আছেন। তাদের কয়েকজন দাবি করেছেন, তারা কখনো মাদক পাচার করেননি।
এ দিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্তমাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ৫২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
উল্লেখ্য,গত বছর সৌদিতে ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর হয়। যা পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ ছিল বলে জানা যায়।