
রাজধানীর মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথারিটি (বিআরটিএ) মিরপুর মেট্রো সার্কেল-১ এর কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১ সদস্যকে আটক করেছে আনসার ও পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত হলো,দালাল মোহাম্মদ রাকিব (২৮) আব্দুর রহিমের ছেলে। পরে দালালির সাথে জড়িত থাকার দায়ে রাকিবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত-১০।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাছেম বিল্যাহ বলেন,আটককৃত আসামী তার দোষ স্বীকার করা ও তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিআরটিএর অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় ৭দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন,‘পিসি মো.আবুল হাসেম ও এপিসি শহিদুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যরা এলাকায় নিয়মিত টহল দিচ্ছে। বিআরটিএকে দালাল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।’
পিসি আবুল হাসেম বলেন,‘এখানে যোগদানের পর থেকে অনেক দালালদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে।’
কাফরুল থানার এএসআই এমএ সোহেল জানান, মিরপুর বিআরটিএ দালাল চক্র মুক্ত করতে এবং সেবা প্রার্থীদের ঝামেলাহীন সেবা নিশ্চিতে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।
ডিআই/এসকে