প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১২, ২০২৫, ৬:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১:২৬ পূর্বাহ্ণ
মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে মো. আনাস (২২) নামের এক মেডিক্যাল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
ঢাকার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের ৭ শিক্ষার্থী ঘুরতে আসেন চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া পাহাড়ি এলাকায় ঝর্ণায় তাদের মধ্যে আনাস (২২) নামের একজন ঝর্ণার উপর থেকে পা পিছলে পড়লে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর বন্ধুরা জানায়, কলেজের ৭বন্ধু খৈয়াছড়া ঝর্ণায় ভ্রমণে এসেছিলাম। বৃহস্পতিবার দুপুরে) আনাস ঝর্ণার উপর থেকে অসতর্কতাবশত নিচে পড়ে যায়। এ সময় তাকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, নিহত আনাসের মরদেহ আইনানুগ প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.