প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ণ
রূপসায় এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় রূপসা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মোট ২১৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে নিয়মিত ২০১৩ জন, কারিগরি পরীক্ষায় ১৬০ জন এবং দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ২৬১ জন। তাছাড়া উপজেলায় ৩টি কেন্দ্র ও ৩ টি ভেন্যু কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কেন্দ্র গুলো হলো শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ও সামন্তসেনা দারুচ্ছুন্না আলীম মাদ্রাসা এবং ভেন্যু কেন্দ্র ৩টি হচ্ছে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়, বেলফুলিয়া বালিকা বিদ্যালয়, ও শিয়ালী কারিগরি মহাবিদ্যালয়। সকাল ১০ টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ ঘটিকা পর্যন্ত ।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন জানান, ২০২৪ সালে রূপসা উপজেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২১৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে, তার মধ্য হতে ৯ জন ছাত্র/ছাত্রী অনুপস্থিত রয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান জানান, রূপসায় এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি বিভিন্ন কেন্দ্র ও ভেন্যু পরিদর্শন করেছি তবে এখন পর্যন্ত কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.