ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

ডিএমপির উদ্যোগে বইমেলায় ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’

ডেস্ক রিপোর্ট: ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় আসার পর অনেক সময় ক্ষুধায় কাঁদতে শুরু করে তারা। আদরের ছোট্ট সোনামণিকে সময়মতো ব্রেস্ট ফিডিং করাতে না পারলে হয়তো কোনো কোনো সময় সমস্যাও দেখা দিতে পারে। কিন্তু কোথায় ব্রেস্ট ফিডিং করানো যাবে এ নিয়ে ভাবনায় পড়ে যান মায়েরা। আশপাশে কোথাও একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকেন। বিষয়টি মাথায় রেখেই বইমেলা প্রাঙ্গণে ব্রেস্ট ফিডিং সেন্টার বা মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাঙালি জাতির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৪ শুরু হয়েছে। বইমেলায় লেখক, প্রকাশক ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের আগমন ঘটে। এর মধ্য থেকে বাদ পড়ে না অনেক মায়েরাও, যাদের রয়েছে কোলের ছোট্ট শিশু। বইমেলায় আগত সেসব মায়েদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অনন্য সেবা ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’।

বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পুলিশ কন্ট্রোল রুমের দক্ষিণ পাশেই ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’ অবস্থিত।

জানা যায়, বইমেলায় আসা মায়েদের মধ্য থেকে প্রতিদিন প্রায় শতাধিক মা তার শিশুকে বুকের দুধ পান করাতে ডিএমপির ব্রেস্ট ফিডিং সেন্টারে আসেন। ব্রেস্ট ফিডিং সেন্টারে আসা মা ও তাদের সঙ্গে থাকা ছোট্ট সোনামনিদের হাতে চকলেট তুলে দিচ্ছেন সেখানে কর্মরত ডিএমপির নারী পুলিশ সদস্যরা।

বইমেলায় দেখা গেছে, মায়েরা তাদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য ডিএমপির ব্রেস্ট ফিডিং সেন্টারে প্রবেশ করছেন। এ বিষয়ে মিরপুর থেকে বইমেলায় আগত একজন মায়ের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘মেলায় বুকের দুধ পান করা শিশু ও মায়েদের কথা চিন্তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা আরও বেড়ে গেল। আমরা মায়েরা এখন কোনো চিন্তা ছাড়াই কোলের ছোট্ট শিশুকে নিয়েও মেলায় ঘুরতে পারি। তা নাহলে আমরা মায়েরা এমন একটি প্রাণের মেলায় আসার সাহসই পেতাম না। সত্যিই ডিএমপির এ সেবাটা আমার খুবই ভালো লেগেছে। বইমেলার মতো জনবহুল জায়গায় মায়েদের সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

বইমেলায় আপনার শিশুর জন্য ব্রেস্ট ফিডিং সেন্টারটি খুঁজে পেতে কর্তব্যরত পুলিশের সাহায্য নিন। এছাড়াও যোগাযোগ করতে পারেন বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে। যোগাযোগ করুন এই নম্বরসমূহে, ০১৭৪৯-৪১৯৯০৪ (বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোলরুম) এবং ০১৭৩৪-২৯০৯৭৭, ০২-৪৪৬১০০১৬ (সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম)।

 

শেয়ার করুনঃ