
ডেস্ক রিপোর্ট : ঢাকার মোহাম্মদপুরে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মী প্রীতি উরাংয়ের মৃত্যুর ঘটনাকে ‘হত্যাকাণ্ড-’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ। বিচার না পেলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারিও দেন তারা।
আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
প্রীতি উরাংয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার এবং দ্য ডেইলি স্টার থেকে নির্বাহী সম্পাদকে অপসারণসহ ঘটনার বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করা সহ যেন নির্যাতনের ঘটনায় সুষ্ঠু বিচার ত্বরান্বিত হয় সে দাবিতে এ সমাবেশের আয়োজন করে।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামের লোকেশ উরাংয়ের ১৫ বছর বয়সী মেয়ে প্রীতি দুই বছর ধরে ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করে আসছিলেন। গত ৬ ফেব্রুয়ারি সকালে শাহজাহান রোডের ওই ভবনের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ‘অবহেলায় মৃত্যুর’ অভিযোগে মামলা করেন প্রীতির বাবা। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুই আসামীকে রিমান্ডে নিয়েছে পুলিশ।
সংগঠক আকরাম হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমদ, কলামিস্ট ইলোরা দেওয়ান, আইনজীবী জীবনানন্দ জয়ন্ত, গৃহ শ্রমিক নেত্রী জাকিয়া সুলতানা, ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি দীপক শীল, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম প্রমুখ।