
বাংলাদেশ পুলিশে চলমান ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলায় মাঠ পর্যায়ে পরীক্ষা আগামী ( ১৬ হতে ১৮ ফেব্রুয়ারি ) সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সৎ,মেধাবীদের বাংলাদেশ পুলিশে নিয়োগ দেয়া লক্ষ্যে নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যদের পুলিশ হেডকোয়ার্টার্স এর বিভিন্ন নির্দেশনা প্রদান করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ,(পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো.রুহুল আমীন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী ও নিয়োগ পরীক্ষায় মোতায়েনকৃত পুলিশ সদস্যবৃন্দ।
পুর্নাংগ সততা, নিষ্ঠা, পরিশ্রম ও পেশাদারিত্বের ভিত্তিতে শুধুমাত্র যোগ্য, শারিরীকভাবে উত্তম ও মেধাবীদের দেশসেবার ব্রতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে