
সারা দেশের ন্যায় শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলার এসএসসি, দাখিল এবং ভোকেশনাল ৯টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাসী চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। সুষ্ঠ ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষে জেলার ৮ টি উপজেলাকে ৫ ক্যাটাগরিতে ভাগ করে ৫ টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেদ্রে পরীক্ষা দিতে আসা নূরমোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, প্রশ্ন কমন পড়ায় প্রথম দিনের পরীক্ষা খুব ভালো হয়েছে। হলের পরিবেশ অনেক ভালো ছিল।
খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ আনোয়ার হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, উপজেলা ধানখালীতে এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে নুতন কেন্দ্রসহ কলাপাড়া ও মহিপুর থানায় মোট নয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সম্মানের পরীক্ষা শুরু হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো.মুজিবুর রহমান জানান, উৎসবমূখর পরিবেশে জেলার ৬৮ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষায় ২৫ হাজার ৫ শ‘ ৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে।