
এসএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বুথ খোলা হয়েছে। আজ তেজগাঁও থানার ৩ পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়।
কেন্দ্রগুলো হলো-তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, তেজগাঁও সরকারি বালক বিদ্যালয় এবং গভর্নমেন্ট সাইন্স হাই স্কুল।
তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে এলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট।
সকালে তিনটি কেন্দ্রের সামনেই চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আজ প্রথম দিন গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল কেন্দ্রে ইয়াছির আরাফাত নামের এক পরীক্ষার্থী প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ভুলে বাসায় রেখে আসেন। শিক্ষার্থীর সেইসব কাগজ আনার ব্যবস্থা করে দেয় সাপোর্ট। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষায় তেজগাঁও থানার এসব বুথ সক্রিয় থাকবে বলে জানান তিনি।
ডিআই/এসকে