
বাংলাদেশ রেলওয়ের টিকিট কালোবাজারিকালে ভিন্ন ভিন্ন ট্রেনের ২৪ টি আসনের ১২ টি টিকেটসহ হাতেনাতে একজনকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ রেলওয়ে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম (৪৫) নামে একজনকে চিহ্নিত টিকিট কালোবাজারিকে গ্রেফতার করা হয়। এ
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে তথ্য নিশ্চিত করেন রেলওয়ে পুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন,বৃহস্পতিবার দুপুর অনুমানিক দেড়টার দিকে কিশোরগঞ্জ রেলওয়ে থানা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় চিহ্নিত টিকিট কালোবাজারি সাইফুল ইসলামকে (৪৫) ভিন্ন ভিন্ন ট্রেনের ২৪ টি আসনের ১২ টি টিকেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে কালোবাজারি টিকিট বিক্রির নগদ ৭ হাজার ৬৭০ টাকা ও একটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টিকিট কালোবাজারি সংক্রান্ত আরো ৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে রেলওয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে