
জামালপুরের মেলান্দহে ২১শে’ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতিঃদায়িত্ব ফাইযুল ওয়াসীমা নাহাত এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো:কামরুজ্জামান উপজেলা.আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মোঃ জিন্নাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মাদ, বীর মুক্তিযোদ্ধাগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সভায় সিদ্ধান্ত হয় একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। ২১ ফেব্রুয়ারি সকালে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দুপুরে মসজিদ-মন্দিরে ভাষা শহীদদের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।