
ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সরাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন বুধবার (১৪ ফেব্রুয়ারী) শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান।
মোট ১৮ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেছেন ১৭ জন। এদের মধ্যে ৯ ভোট পেয়ে সভাপতি, সহ-সভাপতি ২ জন, সাধারণ সম্পাদক, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে প্রতিদ্বন্দিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে মোট ৫ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, ২ জন কার্যনির্বাহী সদস্য পদে কোনো প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় এ সকল পদে বিনা প্রতিদ্বন্দিতায় মোট ৬ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক পরগণা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি সৈয়দ কামরুজ্জামান ইউসুফ ও দৈনিক প্রভাত পত্রিকার প্রতিনিধি মোঃ সামছুল আরেফিন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওয়াশিংটন নিউজ এর প্রতিনিধি তৌফিক আহমেদ তফছির। সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম রিপন। এছাড়া বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি শেখ মোঃ ইব্রাহিম, অর্থ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খবর ও বিজয় টিভির প্রতিনিধি মোহাম্মদ মাসুদ, দপ্তর সম্পাদক পদে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মোঃ মুরাদ খান, কার্যনির্বাহী সদস্য পদে দৈনিক ব্রাহ্মণবাড়িয়া পত্রিকার প্রতিনিধি এম এ মুসা ও পাক্ষিক বাতায়নের জেসমিন সুলতানা মুসা।