প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ
বসন্তের আগমনে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত

বসন্তের আগমনে ফুল ফুটুক আর নাই ফুটুক আজ ঋতুরাজ বসন্তকাল। বসন্ত মানেই নতুন সাজে প্রাকৃতি মুখরিত হওয়ার দিন ফুল ফোটার পুলকিত সময়। শীতের বিবর্ণতা কাটিয়ে নতুন পাতায় হয়ে উঠবে রুক্ষ প্রাকৃতি। ফাগুনের ঝিরঝিরে বাতাস আর কোকিলের মিষ্টি কুহুতানে উন্মাতাল হবে ধরনি।
আনন্দ আর উচ্ছ্বাস মুখরতায় ভরে উঠবে মন-প্রাণ।
(আজি বসন্ত জাগ্রত দ্বারে/তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে/কোরো না বিড়ম্বিত তারে।’
এভাবেই ঋতুরাজ বসন্তের বন্দনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর)
বসন্ত ও ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে সারাদেশ আজ মেতে উঠবে ফাল্গুনী আমেজ। ফাগুনের আগুনলাগা উচ্ছাস প্রিয়তমের হাতে হাত রেখে প্রিয়ার কোমল হৃদয় ব্যাকুল হয়ে উঠবে ঘরবাঁধার স্বপ্নে। ঋতুরাজের দখিনা বাতাস তাদের হৃদয়-জমিনে ভালোবাসার ঢেউ তুলবে। বসন্তের প্রথম দিনে আজ নানা আয়োজনে আলোড়িত হবে।
এ ছাড়াও দেশের নানা জায়গায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে পহেলা ফাগুন ও ভ্যালেনটাইনস ডে উদযাপন করেছে। এসব উৎসবে তরুণ-তরুণীদের উপস্থিতিতে বিভিন্ন উদ্যান,পার্ক,খাবারের দোকান গুলোতে ভীর জমতে দেখা গেছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.