
রাজশাহীর সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান গ্লোবাল নার্সিং কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার রাজশাহীর ম্যাংগো রিসোর্ট এ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক জনাব আনোয়ার হাবিব, রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ ফয়েজুর রহমান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং সুপারিন্টেডেন্ট সুফিয়া খাতুন, গ্লোবাল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমাইয়া খাতুন, গ্লোবাল নার্সিং কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও আহ্বায়ক রজব আলী খন্দকর শিমুল।
অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন গ্লোবাল নার্সিং কলেজের মাননীয় চেয়ারম্যান এ্যাডভোকেট আরমান আলী।
শুরুতেই গ্লোবাল নার্সিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুমাইয়া খাতুন স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. নওশাদ আলী তাঁর বক্তব্যে “স্বাস্থ্য সেবাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে যাওয়ার আহবান জানান”।
গ্লোবাল নার্সিং কলেজের মাননীয় চেয়ারম্যান এ্যাডভোকেট মআরমান আলী-এর বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।