
হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের মত বিনিময় সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে জেলা বিএনপি’র সহ-সভাপতি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাশেদ এর ফাঁসির দাবিতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল করেন ।
এর আগে ১৩ ফেব্রুয়ারি বিকালে মাধবপুর উপজেলা মিলনায়তনে জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দদের নিয়ে জেলা প্রশাসকের মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ । এ সময় কাসেদের বিরুদ্ধে প্রতিবাদ করেন মাধবপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাস গুপ্ত , মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, আন্দিউরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দরা প্রতিবাদ করলে পুলিশ তাকে গ্রেফতার করেন ।
বুধবার ১৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তিকারী বিএনপি নেতা কাসেদ এর ফাঁসির দাবিতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা-সিলেট মহাসড়ক ও মাধবপুর থানা এলাকা সহ বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে উপজেলা বঙ্গবন্ধু ম্যুরালের সামনে এসে মিছিলটি শেষ হয় ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম ।