
মুন্সীগঞ্জের শ্রীনগরে ২০০ ভরি স্বর্ণসহ দুইজন স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ঢাকা-মাওয়া মহাসড়কের কালী কিশোর স্কুল এন্ড কলেজ গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন যশোর জেলার বেনাপোল থানার বেনাপোল এলাকার মো. মোস্তফা (৩৫) ও যশোর জেলার বাঘারপাড়া নিমটা মো. নাজিম মন্ডল (৩৪)
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো.শামছুল আলম।
তিনি জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের কালী কিশোর স্কুল এন্ড কলেজ গেইট নামকস্থানে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ চেকপোস্ট ডিউটি করাকালীন সময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী নড়াইল এক্সপ্রেস ব্যানারে পরিচালিত একটি যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ব-১৪-৭৩১৫ এর যাত্রী মো. মোস্তফা (৩৫) ও মো. নাজিম মন্ডল (৩৪) কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০ ভরি স্বর্ণ উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে