
ডেস্ক রিপোর্ট : দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।
বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়।
সংরক্ষিত আসনে আওয়ামী লীগ যাদেরকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে রয়েছেন—বরিশালে ড. শাম্মী আহমেদ, লক্ষ্মীপুরে ফরিদুন্নাহার লাইলি, চট্টগ্রামে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, গাজীপুরে মেহের আফরোজ, ঢাকায় সানজিদা খানম, ফরিদা ইয়াসমিন, হাসিনা বারি, নাহিদ, শবনম, সাহিদা তারেক দীপ্তি, শেখ আনার কলি পুতুল, পারুল আক্তার, রংপুরে নাসিমা জামান ববি, নরসিংদীতে মাসুদা সিদ্দিক, নোয়াখালীতে ফারিয়া খানম, গোপালগঞ্জে বোয়া আহমেদ, কুমিল্লায় অ্যারোমা দত্ত, নেত্রকোণায় নাদিয়া বিনতে আমিন, ভোলায় খালেদা বানু, টাঙ্গাইলে তারানা হালিম, শামসুন্নাহার, শরীয়তপুরে ঝর্ণা, মুন্সীগঞ্জ ফজিলাতুন্নেছা ও খুলনায় বেগম মুন্নুজান সুফিয়ান প্রমুখ।
এছাড়া ১৪ দলের অনুরোধে গণতন্ত্র পার্টি থেকে কানন আরা বেগমকে (নোয়াখালী) মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। ৪৮টি আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৫৪৯জন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের গণভবনে ডাকেন সাক্ষাতের জন্য। বুধবার সকালে সাক্ষাৎ শেষে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ড বসে।
আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যারা:
১. রেজিয়া ইসলাম (পঞ্চগড়)
২. দ্রুপদী দেবী আগারওয়াল (ঠাকুরগাঁও)
৩. আশিকা সুলতানা (নীলফামারি)
৪. ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)
৫. কুহেলী কুদ্দুস (নাটোর)
৬. যারা জেবিন মাহবুব (চাঁপাইনবাবগঞ্জ)
৭. রুনি রেজা (খুলনা)
৮. ফরিদা ইয়াসমিন (বাগেরহাট)
৯. ফারজানা সুমি (বরগুনা)
১০. বিউটি (ভোলা)
১১. নাজনীন নাহার (পটুয়াখালী)
১২. নাদিরা বিনতে আমিন (নেত্রকোণা)
১৩. এরোমা দত্ত (কুমিল্লা)
১৪. লাইলা পারভীন (সাতক্ষীরা)
১৫. মুন্নুজান সুফিয়ান (খুলনা)
১৬. বেদুরা আহমেদ সালাম (গোপালগঞ্জ)
১৭. শবনম জাহান (ঢাকা)
১৮. সানজিদা খানম (ঢাকা)
২০. ববি (রংপুর)
২১. শাম্মী আহমেদ (বরিশাল)
২২. রুনি রেজা (বরিশাল)
২৩. ফজিলাতুন্নেছা (মুঞ্চিগঞ্জ)
২৪. শেখ আনার কলি পুতুল (ঢাকা)
২৫. মাসুদা সিদ্দিক (নরসিংদী)
২৬. তারানা হালিম (টাঙ্গাইল)
২৭. মেহের আফরোজ চুমকি (গাজীপুর)
২৮. হাসিনা বারি (গাজীপুর)
২৯. নাজমা আক্তার (গাজীপুর)
৩০. নাজমা আক্তার (গোপালগঞ্জ)
৩১. ফরিদুন্নাহার লাইলী (লক্ষীপুর)
৩২. কানন আরা বেগম (নোয়াখালী)
৩৩. শামিমা হারুন (চট্টগ্রাম)
৩৪. দিলারা ইউসুফ
৩৫. ওয়াসিকা (চট্টগ্রাম)
৩৬. সাহিদা তারেক ইতি (চট্টেগ্রাম)
৩৭. পারুল আক্তার (চট্টগ্রাম)
৩৮. ফরিদা খানম (নোয়াখালী)
৩৯. ঝর্ণা আক্তার (শরীয়তপুর)
৪০. আনান আরা বেগম (১৪ দল)
৪১. মাসুদা সিদ্দীকি (নরসিংদী)
৪২. ডরোথী (খাগড়াছড়ি)
৪৩. খালেদা রথী (খুলনা)
৪৪. উম্মে ফারজানা সাত্তার (ময়মনসিংহ)