
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫নং গাংগাইল ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এর আওতায় আন্ত ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
হয়েছে। বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে গত সোমবার ও মঙ্গলবার দুই দিনব্যাপী উপজেলার গাংগাইল ইউনিয়নের ৪৩নং নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান, বিষয় ভিত্তিক কুইজ, কাবিং ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসাইন এর সভাপতিত্বে ও নান্দাইল উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলামের সার্বিক তত্ত্ববধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান,উদ্বোধক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. ফজিলাতুন নেছা, বিশেষ অতিথি গাংগাইল ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন, গাংগাইল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক চেয়ারম্যান সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল কাইয়ূম
বাবুল, মহিলা ইউপি সদস্য মোছা: বিউটি আক্তার, ইউপি সদস্য গোলাপ মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম পিয়ারুল, ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হাসান নপু, নান্দাইল রোড স: প্রা: বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য তারিকুল ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির প্রমুখ। দুইদিন ব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ধনারামা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুল আলম ও নান্দাইল রোড স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৌফিকুল ইসলাম রতন। মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসাইন উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এসময় ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।