পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার ভষ্মিভূত হয়ে সাহেব আলী হাওলাদার (৪৫) এবং মামুন (৩০) নামের ২জেলে দগ্ধ হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে চরগঙ্গামতি সংলগ্ন দেড় কিলোমিটার সাগর অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ সময় জালসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। আহতদের মধ্যে সাহেব আলীর অবস্থা শঙ্কাজনক। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে যাক তাকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোট মালিক ইছা গাজী জানান, দূর্ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। বরফসহ মালামাল নিয়ে বোটটি আট জেলে সাগরে মাছ শিকারে রওয়ানা দেয়। আনুমানিক দেড় কিলোমিটার সাগর গভীরে গিয়ে দুপুরের রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করলে বিস্ফোরণে আগুন লেগে সর্বনাশ হয়ে যায়। দীর্ঘক্ষণ সময় আগুনে বোটসহ মালামাল সব পুড়ে গেছে। এসময় দুই জেলে দগ্ধ হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।