
ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হয়েছে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আবেদনকারী নারী নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথা বলেন।
তিনি বলেন, সকলেই যোগ্য তবে আবেদনকারী ১৫৫৩ জনের মধ্য থেকে ৪৮ জন নির্বাচন করা বেশ কঠিন। তারপরও সেটি করতে হবে। মনোনয়ন না পেলেও নিজেদের কাজ অব্যাহত রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়, মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে চললে কাঙ্ক্ষিত লক্ষ্য যে অর্জন করা যায় সেটি আমরা প্রমাণ করেছি। আজকে বিশ্বব্যাপী বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মহান মুক্তিযুদ্ধে আমাদের বিজয়ের যে ইতিহাস সেটি মুছে ফেলা হয়েছিল। কিন্তু আমাদের স্বাধীনতা কখনো ব্যর্থ হতে দেব না। এখনো নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র চলছে। মানুষের ভালোবাসাই আমাদের একমাত্র শক্তি।