
পঞ্চগড়ে’র আহমদ নগর এলাকায় কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আহমদিয়া সম্প্রদায়ের ৯৯ সালনা জলসা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩-ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের সন্নিকটে আহমদ নগর এলাকায় তাদের নিজস্ব বেষ্টনীর ভিতরে এই সালনা জলসা অনুষ্ঠান শুরু হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, অদ্য সকালে কোরআন থেকে তেলোয়াত পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করা হয়। সালনা জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমদিয়া জামাতের বাংলাদেশ প্রধান আলহাজ্ব মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরি, এ সময় উপস্থিত ছিলেন জলসা আহব্বায়ক আলহাজ্ব আহমদ তবশীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. আব্দুল্লাহ্ শামস বিন তারেক অধ্যাপক রাজশাহী বিশ্ববিদ্যালয়, সাবেক ডাক বিভাগের মহাপরিচালক আলহাজ্ব মোবাশেউর রহমান, আলহাজ্ব মাওলানা সালেহ আহমদ সহ আরো অনেকেই। তাদের সালনা জলসা’কে কেন্দ্র করে যে কোন প্রকার অপৃতিকর ঘটনা এড়াতে জেলা শহর ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছে। পঞ্চগড় ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে আসা পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তার দ্বায়িত্ব পালন করছেন। আহমদিয়া সম্প্রদায়ের এই সালনা জলসা আরো কয়েকদিন পর হওয়ার কথা থাকলেও আসন্ন এস এস সি ও সমমানের পরীক্ষার জন্য ও নিরাপত্তার স্বার্থে সময় কয়েকদিন এগিয়ে আনা হয়েছে বোলে জানিয়েছেন আয়োজকরা। উল্লেখ্য গত বছরে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের সালনা জলসাকে কেন্দ্র পঞ্চগড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এতে দুজন নিহত ও পুলিশ, সাধারণ মানুষ সহ অনেকেই আহত হন। এ সময় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িতে অগ্নিসংযোগ, দোকান পাঠ ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, ট্রাফিক পুলিশের অফিস ও দুটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগ করা হয়েছিল। যে কারণে এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। এ বিষয়ে আয়োজক কতৃপক্ষ জানান, শুরু থেকে এখন পর্যন্ত কোন প্রকার অপৃতিকর ঘটনা ঘটে নি। আমরা আশাবাদী কোন প্রকার অপৃতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে সালনা জলসা শেষ করতে পারবো।