নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১০৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৬৬ জন।
শনিবার (২৮জুন) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৭৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৬৬ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৪০ জনকে।
অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে,বিদেশি পিস্তল ১টি, বিদেশি রিভলবার ১টি, ম্যাগজিন ১টি, ৯এমএম গুলি ৬ রাউন্ড, ককটেল সাদৃশ্য বস্তুু ৩ টি, বার্মিজ চাকু ১টি।
পুলিশের এই অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
ডিআই/এসকে