
কুড়িগ্রাম জেলা পুলিশ কুড়িগ্রামের সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞ, জানাচ্ছে অশেষ ধন্যবাদ। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরন হিসাবে উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা- সম্পন্ন করার জন্য। শ্রদ্ধাভাজন রাজনীতিবিদবৃন্দ, সুযোগ্য জেলা প্রশাসকসহ জেলা প্রশাসনের সকল অফিসারবৃন্দ, গোয়েন্দা কর্মকর্তাবৃন্দ, জেলা আনছার কমান্ড্যান্ট সহ সকল আনছার সদস্যবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, পূজা উৎযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-ক্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যান ট্রাষ্ট সহ সকল ধর্ম-বর্ণের নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় সম্মানিত হিন্দুসম্প্রদায়ের সুন্দরতম পূজা উৎযাপন হয়েছে।
শারদীয় দূর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্য কঠোর পরিশ্রম করেছে। প্রতিমা তৈরী থেকে বিসর্জন পর্যন্ত হাতে নিয়েছিল রাউন্ড দ্য ক্লোক, ইনটেনসিভ মাল্টি-লেয়ার্ড নিরাপত্তা ব্যবস্থা।ছুটিবাতিল করে জেলাকে বিভিন্ন সেক্টরে ভাগ করে নিয়োজিত হয়েছিল পুলিশের প্রতি সদস্য। সকলের সাথে করেছে সমন্বয়, মিলিত হয়েছে মতবিনিময়ে। যেকোন সংবাদে, যে কোন ঘটনায় সাড়া দিয়েছে ন্যানোসেকেন্ডে, ছুটে গিয়েছে মুহুর্তেই। মোবাইল, স্ট্রাইকিং, রিজার্ভ, রোবাস্টসহ নানাবিধ মাধ্যমে নিবিড় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ষষ্ঠী, সস্তমী, অষ্টমী, নবমী এবং বিজয়া দশমীর নানা আয়োজনে প্রান্ত থেকে কেন্দ্রে প্রায় সকল পূজামন্ডপে অংশগ্রহন করেছে পুলিশের সদস্যরা।
এভাবেই অগ্রগতি, উন্নয়ন আর সমূহ সম্ভাবনার নান্দনিক কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের বহুমাত্রিক সেবায় সদা জাগ্রত জেলা পুলিশ কুড়িগ্রাম।
ডিআই/এসকে