
রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করায় ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এ তথ্য জানান।
তিনি জানান, ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত আড়াইটা পর্যন্ত র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করেন।
এসময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে ৯টি প্রতিষ্ঠানকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা প্রদান করেন।
যারমধ্যে সিমফনি ইলেক্ট্রিক ইন্ডাস্ট্রিজ’কে নগদ-৫০ হাজার টাকা, এ.কে.এস. ক্যাবল’কে নগদ-৫ লাখ টাকা, নাজমা ফুড এন্ড বেভারেজ’কে নগদ-৮ লাখ টাকা, এম.ভি. কর্পোরেশন এন্ড স্টিকস্’কে নগদ-৫ লাখ টাকা, হাসান কেমিক্যাল কোম্পানী’কে নগদ-৫ লাখ টাকা, এস.টি.জেড. ট্রেডার্স’কে নগদ-৫০ হাজার টাকা, এম.এফ. কেমিক্যাল এন্ড কোম্পানী’কে নগদ-৫০ হাজার টাকা, পিউর কনজিউমার’কে নগদ- ৩ লাখ টাকা ও মিল্লাত মেনুফেকচারিং কোম্পানী’কে নগদ- এক লাখ টাকা করে জরিমানা প্রদান করেন।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী জব্দ করার পর ধ্বংস করা হয়। এসব প্রতিষ্ঠান বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ফ্যান, শিশু খাদ্য ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।
ডিআই/এসকে