
হবিগঞ্জের মাধবপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে কটুক্তি করায় কাসেদ চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাশেদ ।
প্রধানমন্ত্রীকে কটুক্তি করার বিষয়ে প্রতিবাদ করেন মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীদাম দাশ গুপ্ত , উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ । পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে গ্রেফতার করা হয় ।