
ফরিদপুর দুইদিন ব্যাপী শীতের পিঠাপুলি বসন্ত উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে
ফরিদপুর জেলা প্রশাসকের আয়োজনে,
প্রশাসনের ভবনের সামনে এই উৎসবের আয়োজন করা হয়।আজ মঙ্গলবার বিকেল থেকেই এই পিঠা উৎসব শুরু।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে উক্ত উৎসবে মেলায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ (একে আজাদ)।এছাড়া বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, এফডি এর নির্বাহী পরিচালক মোঃ আজাহারুল ইসলাম সহ সরকারি,বেসরকারি কর্মকর্তা, কর্মচারী বৃন্দ।
দুইদিন ব্যাপী এই শীতের পিঠাপুলি বসন্ত উৎসব অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার ৩০টি স্টল অংশগ্রহণ করছে।