
জানা গেছে, সেসন ৪৪১/২১ জি আর ১৫০/১৯ কলাপাড়া। ধারা- মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ এর ৩৬’র১টেবিল ১০ এর গ এবং ৪০ মামলার রায় ঘোষণা করা হয়েছে। উক্ত মামলার রায় ঘোষণা করা হয়েছে ১২-২-২০২৪ ইংরেজি তারিখ সোমবার।
মোকাম দায়রা জজ আদালত পটুয়াখালীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ এস,এম এরশাদুল আলম এ মামলার রায় ঘোষণা করেন বলে জানা যায়।
এ মামলার আসামী হলেন মোঃ মোশারেফ সিকদার সহ ৭ জন। প্র্যতেক আসামী কে উল্লিখিত ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ মামলায় রাস্ট্র পক্ষে ছিলেন বিজ্ঞ পিপি মোঃ নজরুল ইসলাম বাদল এবং আসামী পক্ষে ছিলেন বিজ্ঞ আইনজীবী ওয়াহিদ সরোয়ার কালাম সহ বিজ্ঞ আইন জীবী গন। প্রসঙ্গত: উক্ত মামলার ঘটনা – ৫ লক্ষ পিচ ইয়াবা গভীর সমুদ্র থেকে ২০১৯ সালে কোস্ট গার্ড কর্তৃক উদ্ধার হয়।