কক্সবাজারে হোয়াইক্যং এলাকা থেকে ২৫০ কার্টন MOND ও CAVALLO ব্রান্ডের বিদেশি সিগারেট সহ ১ চোরাকারবারী আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার ( ২৫ অক্টোবর ) ভোর রাতে কক্সবাজারে কুমিল্লা রিজিয়ন হোয়াইক্যং হাইওয়ে থেকে তাকে আটক করা হয়।
বুধবার ( ২৫ অক্টোবর ) দুপুরে বিষয়টা নিশ্চিত করেন কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. খায়রুল আলম।
তিনি জানান, টেকনাফ থানাধীন হোয়াইক্যং কেরনতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কক্সবাজার -টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি অনটেস্ট মিনি ড্রামট্রাক এর মাধ্যমে চোরাচালান (বিদেশি সিগারেট) পরিবহন করা হচ্ছে সংবাদ পেয়ে তা থামিয়ে তল্লাশি করেন। তল্লাশি করে ড্রামট্রাক গাড়ির ভিতর রাখা ৫ টি বক্সে বিদেশি সিগরেট ২৫০ কার্টন উদ্ধার করা হয়। স্বাক্ষীদের উপস্থিতিতে উক্ত বিদেশি সিগারেট ও পরিবহনের কাজে ব্যবহৃত অনটেস্ট ড্রামট্রাক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। চোরাচালান এর অপরাধে ড্রামট্রাক চালককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী তার নাম মো. মিজানুর রহমান (২০), পিতা- ইউনুস ওরফে ইউছুপ, মাতা- জুলেকা বেগম, সাং- ঘুমধুম কুলালপাড়া, ঘুমধুম ইউপি, থানা- নাইক্যংছড়ি , জেলা- বান্দরবান। জব্ধকৃত বিদেশি সিগরেট এর আনুমানিক মূল্য (২০০০×২৫০)=৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং ড্রামট্রাক এর মূল্য অনুমান ১০,০০,০০০/- (দশ লক্ষ ) টাকা। টেকনাফ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে