
আমতলী- কুয়াকাটা মহাসড়কে ছুরিকাটা নামক স্থানে মঙ্গলবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় মো. আলী (১৭) নামে এক ওয়ার্কসপ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ ও নিহতের স্বজনরা জানান,আমতলী পৌরশহরের ৯ নং ওয়ার্ডের লোছা গ্রামের বাসিন্দা মোশারফ হাওলাদারের ছেলে ওয়ার্কসপ শ্রমিক মো. আলী তার বাসা থেকে মোটর সাইকেল যোগে আমতলী নতুন বাজার বাঁধঘাট এলাকায় ওয়ার্কসপে যাচ্ছিল। পথিমধ্যে আমতলী- কুয়াকাটা মহাসড়কের ছুড়িকাটা সৈকত ফিলিং ষ্টেশনের সামনে পৌছামাত্র কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৩-২৩৪৬) মোটর সাইকেলেটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোর্ট সাইকেল চালক ওয়ার্কসপ শ্রমিক মো. আলী নিহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত মো. আলীর মরদেহ উদ্ধার করে তানায় নিয়ে যায়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাখয়াত হোসেন তপু সড়ক দূর্ঘটনায় শ্রমিক মো. আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।