হাতিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

29

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ 

হাতিয়া উপজেলা প্রতিনিধিঃ

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’–এই প্রতিপাদ্যে বিষয়টি নিয়ে সারাদেশে একযোগে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উন্নয়ন মেলা উদযাপনের সমাপ্তী।

মঙ্গল (১৯সে সেপ্টেম্বর) বিকেল তিনটায় হাতিয়া বুড়িরচর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মাহফুজুল

ইসলাম কাইয়ুমের উপস্থাপনায় চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবসটি পালিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ওসি মোঃ জিসান, ইউনিয়ন সভাপতি মোঃ হারুনুর রশিদ সেলিম, ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক সাবেক শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সহকারী সিনিয়র শিক্ষক মোঃ মহসিন, বুড়িরচর ইউনিয়ন সচিব মোহাম্মদ শামীম উদ্দিন, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যসহ আরো অনেকে।

উক্ত অনুষ্ঠানে বক্তারা স্থানীয় সরকার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, সামাজিক উন্নয়নের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসার ও আহ্বান জানান।

 এর পূর্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিনদিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ এর উন্নয়ন মেলার সমাপ্তি ঘটে।

উক্ত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাতিয়া  উপজেলা নির্বাহী কর্মকর্তার সুরাইয়া আক্তার লাকী, হাতিয়া থানার নবাগত (ভারপ্রাপ্ত) কর্মকর্তা  (ওসি) মো:জিসান,  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আমির হোসেনসহ প্রমুখ।