
রূপসায় কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী সকাল ১০ঃ ৩০ মিনিটে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, খুলনা সরকারী মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শওকত কবীর। স্বাগত বক্তৃতা করেন কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আঃ কাদেরের সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী অধ্যাপক খান মারুফুল হক,আনোয়ার হোসেন,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন খান সেলিম, প্রভাষক অমলেন্দু বিশ্বাস, সনজিত মজুমদার, মহিতকান্তি ঢালী, মিজানুর রহমান, সনচিতা গাইন, মেজবাহ উদ্দিন, ফাল্গুনী মুখার্জি,বাশির আহম্মেদ লালু, সহকারী প্রধান শিক্ষক রতন দেবনাথ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান সরদার, সেকেন্দার আলী, মাওলানা ইমদাদুল হক, বিকাশ চন্দ্র মালি, ললিতা হালদার,ভারতী দাস, হেমালতা বিশ্বাস, গীতা বিশ্বাস, কুদরত আলী প্রমূখ।