মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বেগম রোকেয়া ডিজিটাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) মোরেলগঞ্জ পৌর শহরের নব্বইরশী বাসস্ট্যান্ড সড়কে হাজী ম্যানশন নামের একটি নতুন ভবনের ২য় তলায় আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়। এখানে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অত্যাধুনিক মেশিনপত্র। বেসরকারী এই প্রাইভেট ক্লিনিকের পরিচালকদের পক্ষে আব্দুল গফফার হাওলাদার জানান, মোরেলগঞ্জ সহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের মানুষের সেবা দিতে এরকম জিনিসপত্রগুলো প্রয়োজন যাতে মানুষ এসে ঠিকমতো তাদের এই প্রতিষ্ঠান থেকে সেবা টুকু নিতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, কাউন্সিলর মোহাম্মদ আজিজুর রহমান মিলন, সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রমুখ। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সোমবার সারাদিন ক্লিনিক উদ্বোধন উপলক্ষে রোগীদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।