শ্রীপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা

8

ইকবাল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” তিন দিনব্যাপী গাজীপুরের শ্রীপুরে উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গেলো রবিবার সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

বর্তমান সরকারের নানামুখি উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরার লক্ষে রবিবার দুপুরের দিকে উপজেলা প্রসাশনের উদ্যোগে মেলার শুভ উদ্বোধন করেন গাজীপুর -৩ আসনের সাংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।

এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মেলা প্রাঙ্গন অতি সুন্দর, পরিস্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো হওয়ায় তাতে মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে।

মেলায় ১৩টি স্টলের মাধ্যমে উন্নয়নমুখী আ’লীগ সরকারের নানাবিধ উন্নয়ন কর্মকান্ড তুলেধরা হয়েছে। ২০২৩ উন্নয়ন মেলায় অংশগ্রহণে সোমবার বেলা বারোটার দিকে শ্রীপুর পৌরসভা স্টলে কথা হয় পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান মঞ্জুর সাথে।

তিনি বলেন, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্ব ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য ভাতার ন্যায্যতা অনুযায়ী সুষ্টু বন্টন নিশ্চিত করা ও শ্রীপুর পৌরসভা এলাকায় রাস্তা- ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং রাস্তায় বাতি ব্যবস্থা করা এগুলো সরকারের উন্নয়নের সফলতা।

মেলায় শ্রীপুর পৌরসভা স্টলে এ সময় কয়েকজনের হাতে জন্ম নিবন্ধন সনদ তুলে দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল হাসান মঞ্জু ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ প্রধান।