রূপসায় দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের উদ্বোধন

9

চন্দন ভট্টাচার্য্য, রূপসা উপজেলা প্রতিনিধিঃ

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ১৮ সেপ্টেম্বর’২৩ বেলা ১১ টায় দু’দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী খুলনা’র  কৃষিবিদ উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় সভাপতিত্ব করেন।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি ও কৃষকের উন্নয়নে বহুবিধ কর্মসূচী বাস্তবায়ন করছেন। কৃষিতে ভর্তূকিসহ কৃষকদের মাঝে আর্থিক প্রনোদনা প্রদান করেছেন।
তিনি আরো বলেন, কৃষকই হচ্ছে এদেশের হৃদস্পন্দন। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা কোনো এক টুকরো জমিও অনাবাদী রাখা যাবে না। তারই আলোকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এলক্ষ্যে কাজ করে যাচ্ছে। যার সফল রুপদান করছে বাংলার কৃষাণ-কৃষাণী।
প্রশিক্ষণ কর্মশালায় আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ফরিদুজ্জামান। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার পাঁচটি ইউনিয়নের ৩০ জন কৃষাণ – কৃষাণী অংশ গ্রহন করেন। এ সময় কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়।