পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী দুমকী আপতুন নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় ২০২৪ সনের এসএসসি ও এসএসি( ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদা আক্তার হেপী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার, উপজেলা আ'লীগ সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা,উপজেলা আ'লীগের সাংস্কৃতিক সম্পাদক রেজাউল হক রাজন, সাবেক প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও সৈয়দ শাহ আলম প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক বৃন্দ সহ বিদায় ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।