মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর তাহের আকন কান্দী গ্রামের ৭ বছর বয়সী শিশু হাবিবা। বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মাদ্রাসা থেকে বেরিয়ে পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছে। পিতাঃ মালেক মৃধা ও মাতা খুশী বেগম দম্পতির একমাত্র সন্তান।
গত ২৩ জানুয়ারী বিকেল চারটায় ০১ নম্বর ওয়ার্ডের মুন্সী কাদিরপুর তাহের আকন কান্দী, বাড়ি -মাদ্রাসা এর মাঝামাঝি থেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে সেদিন রাতে শিবচর থানায় নিখোঁজ ডায়েরি লিপিবদ্ধ করে মেয়েটির দাদা শাহেদ আলি মৃধা ।
হাবিবার মা খুশী বেগম জানান,হাবিবা বাড়িতে আসার জন্য মাদ্রাসা থেকে বের হয়। এরপর দীর্ঘসময় ধরে সে বাসায় না ফিরে আসায় মাদ্রাসায় গিয়ে খোঁজ নিলে জানা যায় সে পাঠদান শেষে বাড়ির উদ্দেশ্যে চলে এসেছে অনেক আগে। তারমানে বাসা ও মাদ্রাসা মাঝখানে হাফ কিলোমিটারের কম দূরত্বে তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। খুশী বেগম তার একমাত্র সন্তানকে হারিয়ে পাগলপ্রায় তিনি তার মেয়েকে ফেরত চান।
এবিষয়ে জানতে চাইলে সিনিয়র সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল রব্বানী হোসেন জানান, এখন পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি শিশুটির। তবে তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলেও জানান।