
সাজ্জাদ হোসেন শাহিন -জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মেলান্দহে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -২০২৩ উদ্বোধন হয়েছে। “পরিষেবা ও উন্নয়নের দক্ষ রূপ, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” স্লোগানে ৩ দিনব্যাপী দিবসটি পালিত হবে।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় দিবসটি উপলক্ষে মেলার প্রথম দিন বর্নাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে পৌরসভার প্রধান সড়ক পদক্ষিন করে মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজরাবাড়ি পৌর মর সামছুজ্জামান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আখতার, মেলান্দহ পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম ভুঞা, মেলান্দহ পৌর আ’লীগের সভাপতি নাট্যকার আসাদুল্লাহ ফারাজী,বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু প্রমূখ।
উল্লেখ্য, ১৭,১৮ ও ১৯ সেপ্টেম্বর মেলান্দহ উপজেলা প্রশাসন তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’র আয়োজন করেছে। মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল অফিস ও প্রতিষ্ঠান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেছে। মেলায় নিজ নিজ প্রতিষ্ঠান জনগণকে প্রদেয় সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করেছে।