ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

৭ দিনব্যাপী হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ শুরু,উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক’ এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো ৭ দিনব্যাপী ‘হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪’। আজ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৮ টি রিজিয়ন ও ৮০ টি থানা ফাড়িতে নানা আয়োজনে চলবে এই সেবা সপ্তাহ।

মঙ্গলবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুর পৌনে টায় রাজারবাগ পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইওয়ে পুলিশের সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেওয়ার স্বার্থে, জনগনের সেবার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে তিনি পুলিশ বাহিনীকে বিভিন্নভাবে সাজিয়েছেন। তিনি পুলিশ বাহিনীর দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধিতে নানাভাবে কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রের মহাসড়কে পরিণত করতে আন্তর্জাতিক মহাসড়ক পরিকল্পনার অংশ হিসেবে সে কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মহাসড়ক গুলোকে জিরো এক্সিডেন্টের আলোকে তৈরি করতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার জুরে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা আমরা নিয়েছি, এবং এই কার্যক্রম প্রায় শেষের দিকে। আমরা মনে করি এই কার্যক্রমটা সম্পন্ন হলে আমরা আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে পারবো আমাদের সড়ক ব্যবস্থাকে।’

মন্ত্রী বলেন, ‘গার্মেন্টস শিল্পের সহায়তা, দ্রুত শিল্পায়ন বিকাশ, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের করায় ক্ষমতা, মাথাপিছু আয় বৃদ্ধির ফলে মহাসড়ক আজ অতীতের অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

হাইওয়ে পুলিশের জনবল বৃদ্ধির জন্য কাজ চললাম জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা এই মাত্র শুরু করেছি, আমাদের জনবল কম, আমরা রাতারাতি অনেক কিছু করতে পারি না। আমাদের যে জায়গায় যাওয়ার সিদ্ধান্ত রয়েছে সেই জায়গায় আমরা অবশ্যই যাব। আমাদের পুলিশের সমস্যা সমাধান আমরা করব, এজন্য আমরা কাজ করছি এবং করে যাব ইনশাল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাংলাদেশ আজ অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সেই অগ্রযাত্রায় বাংলাদেশের মহাসড়ক ব্যবস্থাকে আগামী ২০৪১ সালের বিশ্বের উন্নত রাষ্ট্রের মহাসড়কের পর্যায়ে নিয়ে যেতে পেশাদারিত্বের সাথে আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেবা ও উন্নয়নে হাইওয়ে পুলিশ সর্বদা সচেষ্ট।’

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এতে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান, স্বরাষ্ট্র মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক আইজিপি বেনজির আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙ্গা, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার (গ্রেড-১), সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকশোলী সৈয়দ মইনুল হাসান,বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েতউল্লাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী খান।

উলেক্ষ্য, ২০০৫ সালের ১১ জুন একটি বিশেষায়িত পুলিশ ইউনিট হিসেবে যাত্রা শুরু করে “হাইওয়ে পুলিশ” এবং ২০০৯ সালে হাইওয়ে পুলিশ বিধিমালা প্রণীত হওয়ার মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ পায়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ