
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবকদের ভূমিকা নিয়ে শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বকশীগঞ্জ পৌর শহরে অবস্থিত রহিমা সালাম স্কুল অ্যান্ড কলেজের (প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত) উদ্যোগে অত্র কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা মো. রবিউল ইসলাম।
অধ্যক্ষ প্রফেসর হাসান বিন রফিকের সভাপতিত্বে এসময় কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান হেলাল সহ কলেজের শিক্ষক, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মান সম্মত শিক্ষা অর্জনের জন্য অভিভাবকদের ভূমিকা, শিক্ষকদের সঠিক পাঠদান করানো, মুখস্ত পড়াশুনায় মনোযোগ না দেওয়া, জ্ঞান ভিত্তিক শিক্ষা কার্যক্রম পরিচালনা, ক্লাসের পাঠদান কার্যক্রমের বাইরেও সমসাময়িক বিশ্ব, জ্ঞান চর্চা কার্যক্রম পরিচালনা করার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান অভিভাবকরা।
এছাড়াও এই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে উন্নীত করতে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়নে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেন।