
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের সমষপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সমষপুর বহুমখী উচ্চ বিদ্যালয় ও সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট এর যৌথ উদ্যোগে বিদ্যালয়ের মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: ফজলুল হক হান্নুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা
পরিষদের সদস্য,
প্যানেল চেয়ারম্যান ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী
লীগের সভাপতি এম মাহবুব
উল্লাহ কিসমত, সমষপুর বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিইটের প্রতিষ্ঠাতা সদস্য মো:জহুরুল ইসলাম, অধ্যক্ষ মো. আলমগীর কবীর।
আরো উপস্থিত ছিলেন, সমষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদর রহিম সরকার, সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নার্গিস আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য
ব্যক্তিবর্গ।
ক্রীড়া প্রতিযোগিতায় শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পরস্কার বিতরণ করা হয়।