মেলান্দহে ৫ দিন থেকে অবরুদ্ধ সুলতান মিয়ার পরিবার

23
Exif_JPEG_420

সাজ্জাদ হোসেন শাহিন -জামালপুর প্রতিনিধিঃ 

জামালপুরের মেলান্দহে ৫ দিন থেকে অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছে সুলতান মিয়ার  পরিবার।

গত সোমবার সকাল ১০ টায় তাদের বসতবাড়ি ও মনোহারি দোকান  বাশেঁর বেড়া দিয়ে অবরুদ্ধ করে প্রতিপক্ষের লোকজন।

এ ঘটনায় মেলান্দহ থানায় অভিযোগ দায়ের করেছেন সুলতান। সে উপজেলার মধ্য ঝাউগড়া এলাকার মৃত সামছুল হকের ছেলে। 

অভিযুক্তরা হলেন-মধ্য ঝাউগড়া এলাকার মৃত কছিমদ্দনের ছেলে মোস্তফা (৬০),মোস্তাফার ছেলে রাসেল (৪০),রুবেল (৩৫),রুস্তম আলীর ছেলে লিয়াকত (৫৫),লিয়াকতের ছেলে আনিছ (৩০),মজনুর স্ত্রী নাছিমা বেগম (৪৫)।

ভুক্তভোগী সুলতান মিয়া  ও পরিবারের লোকজন  জানান- ঝাউগড়া মৌজার ৯৩১,৯৩২ নংদাগে ৫০ শতাংশ ভুমি ক্রয়সুত্রে  পৈত্রিক সম্পত্তি এবং দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছি । অভিযুক্তগন নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য পূর্ব থেকে পায়তারা করিয়া আসিতেছে এবং সুযোগ সন্ধানের অপেক্ষায় থাকে । গত সোমবার সকাল অনুমান ১০ টার  সময় অভিযুক্তগন নালিশী ভূমি জোর পূর্বক দখল করার জন্য ভূমিতে বাশেঁর বেড়া দেয় । ঐ সময় আমি ও আমার লোকজন বাধা দিলে অভিযুক্তগন ক্ষিপ্ত হইয়া আমাদেরকে আক্রমনের চেষ্টা করে । তখন গন্ড গুলের শব্দ শুনিয়া আশ পাশের লোকজন আগাইয়া আসিয়া আমাদেরকে প্রানে রক্ষা করে । তখন অভিযুক্তগন ভয়ভীতি সহ হত্যার হুমকি প্রদর্শন করে চলে যায় ।   

স্থানীয়  ইউপি সদস্য সুজাউদ্দৌলার সাথে কথা বললে  জানান – ৫ দিন থেকে একটা পরিবার অবরুদ্ধ আছে এমন তথ্য আমার জানা নেই। 

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম মিঞা বলেন- স্থানীয় ইউপি চেয়ারম্যানের  সাথে  কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।