দুর্গাপূজা উপলক্ষে কলমাকান্দায় থানার ওসি’র মতবিনিময়

10

মোঃ জুয়েল রানা নেত্রকোনা( কলমাকান্দা )প্রতিনিধিঃ

দুর্গাপূজা উপলক্ষে কলমাকান্দায় থানার ওসির মতবিনিময়দুর্গাপূজা উপলক্ষে কলমাকান্দায় থানার ওসির মতবিনিময়নেত্রকোনা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা থানার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে কলমাকান্দা থানার গোলঘরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম (পিপিএম) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন, উপপরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলাম, কলমাকান্দার উপজেলা পূজা উদযাপনপরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সুজন সাহা প্রমুখ।

এসময় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক কমিটি গঠন, পরিদর্শন রেজিস্টার রক্ষনাবেক্ষনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় ।