প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
সাবেক প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আব্দুর রউফ মাষ্টার আর নেই

উলিপুর উপজেলার বকশীগঞ্জ রাজীবিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আব্দুর রউফ মাস্টার আর আমাদের মাঝে নেই।
তিনি রোববার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টা ৩০ মিনিটে কুড়িগ্রাম আধুনিক হাসপাতালে বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
রাত ৯ টায় বুড়াবুড়ি বাজার জামে মসজিদ প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে উক্ত সময় তার আত্মীয়-স্বজন,বন্ধুবান্ধব, ছাত্র-ছাত্রী, পাড়া-প্রতিবেশীসহ সকলকে জানাজা নামাজে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে । তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা সহ অসংখ্য গুনোগ্রাহী,বন্ধুবান্ধ ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
তার মৃত্যুতে জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন ।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.