ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়

বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে:- ডা.শাহাদাত হোসেন 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিগত দেড় দশক ধরে বর্তমান ডামি সরকারের নির্যাতন নিপীড়নে বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত। আর্থিক অবস্থা বিপন্ন।
এই অবস্থায়ও বিএনপি জনকল্যাণমূলক কর্মকাণ্ড বন্ধ করেনি। কারণ বিএনপির রাজনীতি হচ্ছে জনগণের কল্যাণে। মাঘ মাসের শীতের তীব্রতায় অসহায় ও গরীব মানুষের অবস্থা খুবই করুণ। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে তারা স্বাভাবিক জীবন যাপন করতে পারছে না।
এর মধ্যে শীতের তীব্রতা তাদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা’র মত। বর্তমান সরকার দেশের অসহায় গরীর মানুষের কথা ভুলে গেছে। তারা আছে নিজেদের নিয়ে, আর দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রের টাকা লুটপাটে।
বিএনপি সব সময় এদেশের সাধারণ জনগণের স্বার্থে কাজ করেছে। ক্ষমতায় থেকে এবং ক্ষমতার বাইরে থেকেও অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ভুলে যায়নি। করোনাকালীন দুর্যোগ সময়ে বিএনপি জনগণের পাশে ছিল। তাই শীতার্ত মানুষের কল্যাণে বিএনপি নেতাকর্মী ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।
তিনি সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে কাজীর দেউরী নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে চট্টগ্রাম মহানগর মহিলাদলের পক্ষ থেকে গরীব অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর।
ডা. শাহাদাত হোসেন বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধিতে সারাদেশের মানুষের এমনিতেই নাভিশ্বাস উঠে গেছে। এখন দফায় দফায় গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম আরও বৃদ্ধি পাবে। তাই এই শীতে মানুষের কষ্ট লাঘবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হচ্ছে, জেলে যাচ্ছে, প্রতিদিন কোর্টে যাচ্ছে এর মধ্যেও সাধারণ মানুষের কষ্ট লাগবে কিছুটা হলেও সহযোগিতা করে যাচ্ছে। বিএনপি’র পক্ষ থেকে সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ক্ষমতাসীনদের সীমাহীন লুটপাট, দেশের অর্থ বিদেশে পাচার করার ফলে মানুষের অর্থনৈতিক দুরবস্থা সৃষ্টি হয়েছে। তাই বিএনপি চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবেই এই কনকনে শীতে কোনও দুঃস্থ মানুষ যেন শীতবস্ত্রের জন্য কষ্ট না পায় সেজন্য এসব মানুষের পাশে দাঁড়াচ্ছি। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে থাকে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, সি. সহ সভাপতি সখিনা বেগম, যুগ্ম সম্পাদক কামরুন নাহার লিজা, ফরিদা আক্তার, আলতাজ বেগম, সহ সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম, তথ্য ও গবেষণা সম্পাদক কোহিনুর বেগম, পাহাড়তলী থানা মহিলাদলের সভাপতি রিনা আক্তার, বায়েজিদ থানার সভাপতি মনোয়ারা বেগম হেনা, খুলশী থানার সভাপতি মনি আক্তার প্রমুখ।

শেয়ার করুনঃ