বিইউপিতে ‘স্বাধীনতা অডিটোরিয়াম’ উদ্বোধন করলেন সেনাপ্রধান

7

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) ‘স্বাধীনতা অডিটোরিয়াম’ উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অডিটোরিয়ামের উদ্বোধন করেন তিনি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআ জানায়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে অতি সম্প্রতি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দ্বিতল ‘স্বাধীনতা অডিটোরিয়াম’ নির্মাণ করা হয়।

অডিটোরিয়াম উদ্বোধন শেষে সেনাপ্রধান বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহ্বুব-উল আলম রচিত ‘ডাইনামিকস অব বাংলাদেশ-ইন্ডিয়া ল্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

পরে সেনাবাহিনী প্রধান গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য বিইউপির ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা পূরণের লক্ষ্যে বিইউপি শিক্ষার্থীদের কার্যক্রমের প্রশংসা করেন।

সেনাপ্রধান শিক্ষার্থীদের জন্য ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে শৃঙ্খলা, নৈতিকতা এবং দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করেন। বিইউপিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য বিইউপির সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং বিইউপির উত্তরোত্তর উন্নতি কামনা করেন সেনাপ্রধান।

অনুষ্ঠানে বিইউপির ভাইস চ্যান্সেলর, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে