
আজ বিকাল বিকাল ৩:৩৫ ঘটিকায় পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পুলিশ সুপার সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা।
পুলিশ সুপার প্রধান অতিথির বক্তব্যে শুরুতে বিদ্যালয়ের ছোট্ট সোনামনিসহ সংশ্লিষ্ট সকলকে শীতের পড়ন্ত বিকালের শুভেচ্ছা জানান। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী সকল ছোট্ট সোনামনিদের উৎসাহ প্রদান করেন। স্কুলে সকল শিক্ষার্থীদের জন্য কালচারাল প্রোগ্রাম, সাধারণ জ্ঞান প্রতিযোগীতা ও শিক্ষাসফর অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার কথা বলেন।
পরিশেষে তিনি অনুষ্ঠানের আয়োজকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।