প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৪, ১০:২৮ অপরাহ্ণ
আত্রাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়নের প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে কোঁচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সোমবার ১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১০ টায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনার রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাজহারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন,৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন,আত্রাই উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন মিঠু।
আত্রাই উপজেলা অঃ শিক্ষক কর্মচারী কল্যান সমিতির সাবেক সভাপতি মোঃ মনসুর আলী দেওয়ান, প্রধান শিক্ষক মোঃ ফয়েজ উদ্দিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ জালাল উদ্দীন, মোঃ হান্নান, মোঃ জাহাঙ্গীর আলম, চাঁদ সুলতানা প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.