
দীন ইসলাম, ঢাকা
নোয়াখালীর (চাটখিল ও সোনাইমুড়ী ) ১ আসনে দুই বারের নির্বাচিত সংসদ সদস্য। বর্তমান সরকারের রেল মন্ত্রণলয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এইচ এম ইব্রাহিম। আগামী নির্বাচন উপলক্ষে আবারও নৌকার মনোনয়ন পেতে মাঠ পর্যায়ে প্রচার প্রচারণা ও উন্নয়নের বার্তা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছেন।
আগামী নির্বাচনে নিজ এলাকায় উন্নয়নের ধারা অব্যহত রাখার ভাবনা নিয়ে এই সময়ের জনপ্রিয় অনলাইন সকালের খবর২৪.কম এর মুখোমুখি হয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন রিপোর্টার দীন ইসলাম।
সকালের খবর২৪.কম: নোয়াখালী-১ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনার ভাবনা কি?
এইচ এম ইব্রাহিম: নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী সংসদীয় আসনে টানা দ্বিতীয় মেয়াদে সংসদ সদস্য হিসেবে অতিবাহিত করলাম। আমার নির্বাচনী এলাকায় যে সকল কাজ করার দরকার ছিলো আমি চেষ্টা করেছি। বেশিরভাগ উন্নয়ন মূলক কাজ শেষ পর্যায়ে আছে। আমি জনগনের জন্য কাজ করেছি। আমার বিশ্বাস, জনগন চায় যিনি কাজ করবেন তিনিই থাকবেন।এটাই স্বাভাবিক।
সকালের খবর২৪.কম: খিলপাড়া থানাকে পূর্ণাঙ্গ রুপ দেওয়ার বিষয়ে পরিকল্পনা কি ?
এইচ এম ইব্রাহিম: ১৯৯৬ সালে যখন আওয়ামীলীগ সরকার ক্ষমায় আসে তখন আমি খিলপাড়া থানাকে আমি পূর্ণাঙ্গ থানা করার চেষ্টা করেছিলাম। পরবর্তীতে যখন বিএনপি জামায়াত ক্ষমায় আসলে এভাবেই থেকে যায়। ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতায় আসলে আমরা আবার প্রক্রিয়া শুরু করি। পরে এটা আইসি বা পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করা হয়। আসলে একটা পূর্ণাঙ্গ থানা হতে সরকারের ব্যায়ের একটা বিষয় আছে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
সকালের খবর২৪.কম: নোয়াখালীতে রেল যোগাযোগের উন্নয়নের বিষয়ে কোনো পরিকল্পনা আছে কিনা?
এইচ এম ইব্রাহিম: নোয়াখালীতে আমাদের একটি ট্রেন আছে উপকুল এক্সপ্রেস। আরও একটি ট্রেন প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। সেটির নাম এখনো ঠিক হয় নি। আশা করি ট্রেনটির নাম নিঝুম দ্বীপ এক্সপ্রেস হবে। সেপ্টেম্বর ২৭-২৮ বা এর কিছুদিন পরে উদ্বোধন হতে পারে। রেলের মহাপরিচালকের সঙ্গে দেখা করে কথা বলেছি। তার সঙ্গে কথা হয়েছে। প্রধানমন্ত্রীর সময় পেলেই আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।
সকালের খবর২৪.কম: পৌরসভায় বিশুদ্ধা পানি সরবরাহের বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে?
এইচ এম ইব্রাহিম: আমাদের দুটি উপজেলায় একটি করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট আছে। সেটি ইতো মধ্যে কাজ চলমান আছে। আমরা আশা করছি অল্প কিছু দিনের মধ্যে এই প্লান্ট থেকে বিশুদ্ধ পানি সরবরাহ করতে পারব।
সকালের খবর২৪.কম: দুই উপজেলায় শেখ রাসেল স্টেডিয়াম নির্মাণ ও সোনাইমুড়ীতে পলিটেকনিক ইনস্টিটিউটের অগ্রগতির কতদূর?
এইচ এম ইব্রাহিম: চাটখিলে শেখ রাসেল স্টেডিয়ামের জন্য কোনো জমি পাইনি। সোনাইমুরিতে ইতোমধ্যে টেন্ডার হয়েছে। আগামী মাসে কাজের উদ্ভোধন করা হবে। চাটখিলে একটি পলিটেকনিক রয়েছে। আর নোয়াখালী সদরে একটি পলিটেকনিক ইনস্টিটিউট হওয়ার কথা ছিলো কিন্তু জমির সংকটের কারণে হয় নি। আমরা প্রস্তাব দিয়েছিলাম সেটি সোনাইমুরিতে করতে। এটা হতে একটু সময় লাগবে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি।
সকালের খবর২৪.কম: বর্তমান সরকারের উন্নয়ন বার্তা প্রচারে কেমন সাড়া পাচ্ছেন?
এইচ এম ইব্রাহিম: আমি আমার নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে উঠান বৈঠক করছি। সেখানে প্রধানমন্ত্রীর যত অর্জন ও উন্নয়ন আছে সেগুলো তাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
সকালের খবর২৪.কম: আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি ?
এইচ এম ইব্রাহিম: আগামী নির্বাচন নিয়ে আমরা চাই অতীতের মতো সুষ্ঠ নির্বাচন হবে। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। তাদের সঙ্গে আমাদের ভোট যুদ্ধ হবে। আমরা বিশ্বাস শেখ হাসিনা জনগনের জন্য কাজ করেছে, জনগন তাকে ভোট দিবে। আমার একটা বার্তা এলাকায় চলমান উন্নয়ন কাজ অব্যাহত রাখা ও মানুষের জন্য উন্নয়নে কাজ করা।
সকালের খবর২৪.কম: সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
এইচ এম ইব্রাহিম: সকালের খবর২৪.কম কর্তৃপক্ষকেও ধন্যবাদ।
ডিআই/এসকে