
ময়মনসিংহের নান্দাইলে সকল ধরনের জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ। জুয়া ও মাদক সকল অপরাধের মূল কারন, তাই জুয়া ও মাদকের সাথে প্রত্যক্ষ ও
পরোক্ষভাবে জড়িত সকল অপরাধীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু তাই নয়, জুয়াড়ী ও মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেফতার সহ জেল হাজতে প্রেরন করা হচ্ছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল মজিদ বলেন,তিনি নান্দাইলে যোগদান করার পর থেকে.অপরাধীরা এখন আতংকে রয়েছে। এছাড়া তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও পুলিশ সেবা প্রদানের জন্য ওসি’র দরজা সবসময় খোলা রয়েছে। থানায় সেবা নিতে এসে এখন কাউকে ফিরে যেতে হয় না। নান্দাইল উপজেলাকে জুয়া ও মাদকমুক্ত করতে সকলের
সহযোগীতা প্রয়োজন। তাই অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করলে তথ্যদাতার তথ্য গোপন রাখা হবে। প্রতিদিনই বিভিন্ন অভিযান চালিয়ে জুয়া ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতার করে করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় সোমবার শেরপুর ইউনিয়নের ৮জন জুয়াড়িকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ কিছু টাকা জব্দ করা হয়। ধৃত জুয়াড়ীদের বিরুদ্ধে জুয়া আইনের নিয়মিত মামলা রুজু সহ আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। আসামীরা হচ্ছে মোঃ তাইজুল ইসলাম(২৫), মোঃ সুনু মিয়া (৪৫), মোঃ হুমায়ুন কবির(২৩), মহর উদ্দিন (৪৫), রসুল মিয়া (৪৫), মোঃ নজরুল ইসলাম(৫০), আলামিন (৩৫), শফিকুল ইসলাম শরিফ(৩০)।